নির্বাহী প্রকৌশলীর দপ্তর
মাগুরা পওর বিভাগ,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মাগুরা ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যাবলীঃ
কাঠামোগত (structural) কার্যাবলীঃ
(১) নদী ও নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষে যে জলাধার ব্যারেজ, বাঁধ, রেগুলেটর বা অন্য যে কোন অবকাঠামো নির্মাণ।
(২) সেচ, মৎস্য চাষ, নৌ-পরিবহন, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষে পানি প্রবাহের উন্নয়ন কিংবা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ খালবিল ইত্যাদি পূনঃখনন।
(৩) ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার এবং নদীর মোহনা নিয়ন্ত্রণ (ভূমি পূনরুন্ধার, চর উন্নয়ন ও বসতী স্থাপন) ।
(৪) তীর সংরক্ষণ ও নদী ভাঙ্গন হতে সম্ভাব্য ক্ষেত্রে শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণ।
(৫) উপকুলীয় বাঁধ নির্মাণ ও সংরক্ষণ (দূর্যোগ ব্যষবস্থাপনা)।
(৬) লবণাক্ততার অনুপ্রবেশ রোধ এবং মরুকরণ প্রশমন।
(৭) সেচ পরিবেশ সংরক্ষণ ও পানীয় জল আহরনের লক্ষে বৃষ্টির পানি ধারণ।
অ-কাঠামোগত ( non-structural) ও সহায়ক কার্যাবলীঃ
(৮) বন্যা ও খরা পূর্বাভাস ও সতর্কীকরণ।
(৯) পানি বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধান কার্য পরিচালনা এবং এতদসম্পর্কিত তথ্য ও উপাত্ত গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ।
(১০) পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সহগযোগীতা এবং সম্ভাব্য ক্ষেত্রে বোর্ডের সৃষ্ঠ অবকাঠামোমুক্ত নিজস্ব জমিতে বনায়ন, মৎস্য চাষ কর্মসুচী বাস্তবায়ন এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ।
(১১) বোর্ডের কার্যাবলীর উপর মৌলিক ও প্রায়োগিক গবেষণা।
(১২) বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের সুফল সংশ্লিষ্ট সুবিধাভোগীদের মধ্যেহ অব্যাবহত রাখার লক্ষ্যে্ সুবিধাভোগীদের সংগঠিতকরণ প্রকল্পে তাঁদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রকল্প পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) ।
(১৩) প্রকল্প ব্যয় পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামো উদ্ভাবন, বাস্তবায়ন ও পরিচালন।
ডাক যোগাযোগঃ
নির্বাহী প্রকৌশলী,
মাগুরা পওর বিভাগ,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,
মাগুরা।
ফোনঃ ০৪৮৮-৬৩৬২৩
অনলাইন যোগাযোগঃ
ই-মেইলঃ magurabwdb@gmail.com
ফেসবুক পেইজঃ www.facebook.com/magurabwdb
ওয়েব পেইজঃ www.bwdb.magura.gov.bd
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCo2OS5O7onggskQZ7uv-NGg
যোগাযোগ ম্যাপঃ
গুগল ম্যাপসঃ https://goo.gl/maps/rBzP7LeoSdw
কীভাবে যাবেনঃ
অফিসটি মাগুরা শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস