Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নির্বাহী প্রকৌশলী, মাগুরা পানি উন্নয়ন বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


অফিস সম্পর্কিত

 

নির্বাহী প্রকৌশলীর দপ্তর

মাগুরা পওর বিভাগ,

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মাগুরা ।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যাবলীঃ

কাঠামোগত (structural) কার্যাবলীঃ
(১) নদী ও নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষে যে জলাধার ব্যারেজ, বাঁধ, রেগুলেটর বা অন্য যে কোন অবকাঠামো নির্মাণ।
(২) সেচ, মৎস্য চাষ, নৌ-পরিবহন, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষে পানি প্রবাহের উন্নয়ন কিংবা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ খালবিল ইত্যাদি পূনঃখনন।
(৩) ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার এবং নদীর মোহনা নিয়ন্ত্রণ (ভূমি পূনরুন্ধার, চর উন্নয়ন ও বসতী স্থাপন) ।
(৪) তীর সংরক্ষণ ও নদী ভাঙ্গন হতে সম্ভাব্য ক্ষেত্রে শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণ।
(৫) উপকুলীয় বাঁধ নির্মাণ ও সংরক্ষণ (দূর্যোগ ব্যষবস্থাপনা)।
(৬) লবণাক্ততার অনুপ্রবেশ রোধ এবং মরুকরণ প্রশমন।
(৭) সেচ পরিবেশ সংরক্ষণ ও পানীয় জল আহরনের লক্ষে বৃষ্টির পানি ধারণ।

অ-কাঠামোগত ( non-structural) ও সহায়ক কার্যাবলীঃ
(৮) বন্যা ও খরা পূর্বাভাস ও সতর্কীকরণ।
(৯) পানি বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধান কার্য পরিচালনা এবং এতদসম্পর্কিত তথ্য ও উপাত্ত গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ।
(১০) পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সহগযোগীতা এবং সম্ভাব্য ক্ষেত্রে বোর্ডের সৃষ্ঠ অবকাঠামোমুক্ত নিজস্ব জমিতে বনায়ন, মৎস্য চাষ কর্মসুচী বাস্তবায়ন এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ।
(১১) বোর্ডের কার্যাবলীর উপর মৌলিক ও প্রায়োগিক গবেষণা।
(১২) বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের সুফল সংশ্লিষ্ট সুবিধাভোগীদের মধ্যেহ অব্যাবহত রাখার লক্ষ্যে্ সুবিধাভোগীদের সংগঠিতকরণ প্রকল্পে তাঁদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রকল্প পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) ।
(১৩) প্রকল্প ব্যয় পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামো উদ্ভাবন, বাস্তবায়ন ও পরিচালন।

 

ডাক যোগাযোগঃ

নির্বাহী প্রকৌশলী,

মাগুরা পওর বিভাগ,

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,

মাগুরা।

ফোনঃ ০৪৮৮-৬৩৬২৩

 

অনলাইন যোগাযোগঃ

ই-মেইলঃ magurabwdb@gmail.com

ফেসবুক পেইজঃ www.facebook.com/magurabwdb

ওয়েব পেইজঃ www.bwdb.magura.gov.bd

ইউটিউব চ‌্যানেলঃ https://www.youtube.com/channel/UCo2OS5O7onggskQZ7uv-NGg

 

যোগাযোগ ম‌্যাপঃ

গুগল ম‌্যাপসঃ https://goo.gl/maps/rBzP7LeoSdw

 

কীভাবে যাবেনঃ

অফিসটি মাগুরা শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন।

footer